ফাজ্জা প্যারা ব্যাডমিন্টনে ভারতের ১৯টি পদক জয়

ফাজ্জা প্যারা ব্যাডমিন্টন আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে ভারতের প্যারা শাটলাররা দুর্দান্ত সাফল্য অর্জন করেছেন। তারা মোট ১৯টি পদক ঘরে তুলেছেন—এর মধ্যে একটি স্বর্ণ, বেশ কয়েকটি রূপা ও ব্রোঞ্জ রয়েছে।
রবিবার অনুষ্ঠিত পুরুষদের ডাবলস SH6 বিভাগের ফাইনালে ভারতীয় জুটি শিবরাজন সোলাইমালাই ও সুদর্শন সরবণকুমার মুত্থুস্বামী শীর্ষ বাছাই হংকংয়ের চু মান কাই এবং ওয়ং চুন ইয়িম-এর বিরুদ্ধে ওয়াকওভার পেয়ে একমাত্র স্বর্ণপদকটি নিশ্চিত করেন। প্রতিপক্ষরা ফাইনালে নাম প্রত্যাহার করে নেওয়ায় শিবরাজন ও সুদর্শনের হাতে উঠেছে ভারতের একমাত্র সোনা।
অভিজ্ঞ শাটলার উমেশ বিক্রম কুমার Standing Lower SL3 একক ও পুরুষদের ডাবলসে লড়াই করে শেষ পর্যন্ত দুই বিভাগেই রূপা জিতেছেন। বিশেষভাবে প্রশংসিত হয়েছে হার্দিক মাক্কার ও রুতিক রাঘুপতির পারফরম্যান্স—তারা Standing Upper SU5 পুরুষদের ডাবলসে শীর্ষ বাছাই মালয়েশিয়ার চে লিকে হৌ এবং মোহাম্মদ ফারিজ আনুয়ারের কাছে হেরে গেলেও দারুণ প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
টোকিও প্যারালিম্পিকের স্বর্ণজয়ী কৃষ্ণ নাগার এবার সেমিফাইনালে ব্রাজিলের ভিতোর তাভারেসের বিপক্ষে হেরে ব্রোঞ্জপদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। নিজের এই পদকটি তিনি ভারতের সশস্ত্র বাহিনীর সদস্যদের উৎসর্গ করেছেন।
তিনি বলেন, “এই পদকটি আমাদের দেশের সাহসী সেনা ও নিরাপত্তারক্ষীদের জন্য, যারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন দেশের সুরক্ষায়। তাঁদের সাহস ও আত্মত্যাগ আমাকে কোর্টে লড়াই চালিয়ে যেতে অনুপ্রাণিত করে।”
এই টুর্নামেন্টে ভারতের প্যারা ব্যাডমিন্টন দল আবারও প্রমাণ করেছে যে তারা আন্তর্জাতিক অঙ্গনে একটি শক্তিশালী দল। ভবিষ্যতের প্রতিযোগিতাগুলোর জন্য এ ধরনের ফলাফল দলকে আত্মবিশ্বাস জোগাবে।